**************************************************************************************************************************************************** ****************************************************************************************************************************************************

ইন্টারনেট ছাড়া নাম্বার হাইড করে যে কোন অপারেটরে 0.45 পয়সা রাত-দিন 24 ঘন্টা এবং প্রতি সেকেন্ডে পালস্।

যে কোন অপারেটরে 0.45 পয়সা রাত-দিন 24 ঘন্টা এবং প্রতি সেকেন্ডে পালস্। এটি একটি অফ লাইন আইপি ফোন সিস্টেম। এখন আইপি ফোন দিয়ে কল করুন কোন ইন্টারনেট ও সফওয়্যার ছাড়াই।
* প্রথম সার্ভিস : আই,পি ফোন
1. এটি একটি বৈধ আই,পি ফোন যা কল করতে কোন সফটওয়্যার বা ইন্টারনেট লাগে না।

2. এটা কল ব্যাগ সিস্টেমে কাজ করে এবং যে কোন অপারটের সরাসরি কথা বলা যায়।
3. সংযোগ চার্জ 500 /= টাকা
4. এটা বাংলাদেশের যে কোন অপারেটরে সেট করা যায়।
5. এটা প্রিপেইড সিস্টেম কোন হিডেন চার্জ নাই।
6. ডায়াল করে ব্যালেন্স শুনা যায় এবং সহজে পিন দিয়ে রিচার্জ করা যায়।
7. আমাদের সার্ভার অনেক ফাস্ট। কলের ক্ষেত্রে সিস্টেম কোন লছ নাই।
কানেকশন করার নিয়মাবলী:
1. আপনার মোবাইল নাম্বার, একটি পাসপোর্ট সাইজের ছবি, একটি ভোটার আইডি কার্ডের স্কেন কপি/ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)। মেইল করুন offlineipphone@fastservice.com  এই ঠিকানায়।
আই,পি নাম্বার একটিভেশন :
1. প্রথমে আপনার কানেশকশন চার্জ পরিশোধ করুন আপনার বিকাশে এবং 24 ঘন্টার মধ্যে আপনার কানেকশনটি একটিভেট হবে।
ব্যালেন্স রিচার্জ সিস্টেম :
1. এটা পিন দিয়ে রিচার্জ করা যায়। 50/100 টাকার পিন পাওয়া যায়।
সার্বিক যোগাযোগ :
মোবাইল :+8801798225170
ই-মেইল : offlineipphone@fastservice.com
ফ্যান পেইজ : ফেসবুক ফ্যান পেইজ
আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
আই,পি, ফোন ব্যবহারের নিয়মাবলী :
(অফলাইন আই,পি ফোনে আপনাকে স্বাগতম)
1. ব্যালেন্স চেক করতে আপনার মোবাইল থেকে 09601700700 এই নাম্বারে কলদিন এব সংক্রিয়ভাবে আপনার কাঙ্খিত ব্যালেন্স শুনতে পাবেন।
2. কল করার জন্য প্রথমে 09601900900 এই নাম্বারে কল দিয়ে লাইনটি কেটে দিন/সংক্রিয়ভাবে কেটে যাবে এবং সাথে সাথে আপনার নাম্বারে একটি আই,পি নম্বর থেকে কলব্যাগ আসবে। এরপর কলটি রিসিভ করে আপনার কাঙ্খিত নাম্বারটি ডায়াল করে # (হেস) বাটন চাপুন।
3. ব্যালেন্স রিচার্জ করতে প্রথমে 09601600600 নাম্বারে কল করে চার ডিজিটের কার্ড নাম্বার দিয়ে # (হেস) এবং ছয় ডিজিটের পিন নাম্বার দিয়ে # (হেস) চাপুন। এরপর আপনার কাঙ্খিত রিচার্জটি সম্পন্ন করুন।
               এটি একটি স্পন্সর টিউন যে কোন কারোর উপকারে আসতে পারে মুল টিউনঃ- এখানে

No comments:

Post a Comment