**************************************************************************************************************************************************** ****************************************************************************************************************************************************
Showing posts with label ডাউনলোড. Show all posts
Showing posts with label ডাউনলোড. Show all posts

free download পিসি ল্যাপটপ কে সুস্থ রাখার জন্য দারুন একটি সফটওয়্যার Ccleaner Professional ফুল ভার্সন ডাউনলোড করে নিন ফ্রিতে

আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব প্রয়োজনীয় একটি সফটওয়্যার।আমরা সাধারণত অনেক কাজ করি কিন্তু আমাদের কাজের শেষে কেন টেম্পরারি ফাইল কম্পিউটারে জমা হয়ে থাকে কিন্তু আমরা এই ফাইল গুলো ডিলেট করি  না।ফলে কম্পিাউটার দীর্ঘদিন চলার ফলে কম্পিউটার স্লো হয়ে যায়।তাই

আপনাদের সাথে শেয়ার করলাম দারুন একটি সফটওয়্যার Ccleaner
এই সফওয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারের সকল প্রকার Temp ফাইল বা অকেজো ফাইল ক্লিন করে রাখতে পারবেন।আপনার কম্পিউটারের ব্রাউজারের Cookie,Saved password সবকিছু ক্লিন রাখতে পারবেন।ফলে আপনার কম্পিউটারের ডাটা হ্যাক হওয়ার ঝুকি কমবে।
Ccleaner full cracked version সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড করার পর সফটওয়্যারটি Unzip করুন।আপনার পিসির ইন্টারনেট কানেকশন খুলে দিন বা বন্ধ রাখুন।তারপর Ccleaner এর সেটাপ ফাইল ক্লিক করুন।এবং ইনষ্টল করুন।এখন Ccleaner আইকনে ক্লিক করে Run কর। এবার Ccleaner Run করে Opti এ গিয়ে  Upgrade to Pro বাটনে ক্লিক করুন। এবং আপনার ডাউনলোড করা Key.txt ফাইল থেকে Key টি কপি করে ঐখানে দিন এবং Register ক্লিক করুন।  এখন Ccleaner এর About এ গিয়ে দেখুন সম্পূর্ণ রূপে Ccleaner full version দেখাচ্ছে।এখন আপনার ইন্টারনেট কানেকশন লাগাতে পারেন। তবে Ccleaner আপডেট করবেন না।যদি আপডেট করে তাহলে Crack চলে যাবে।

নিচে Screenshot দেখুন:

তবুও যদি কোন সমস্যা হয় টিউনমেন্ট করে জানাবেন।

নিয়ে নিন এক্কারে মাগনা Latest $69.95 মূল্যর Data Recovery সফটওয়্যার EaseUS Data Recovey 😀 Wizard Professional.

আমরা অনেক সময় ভুলে অথবা শখের বসে আমাদের হার্ডডিস্ক বা ফ্লাস ড্রাইভ ফরম্যাট করে ফেলি। তখন আমাদের কষ্টের দুখেঃ কোন শেষ থাকে না। এখন আপনাদের আর চিন্তা করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত শক্তিশালী ও ভয়নক একটি ডাটা রিকভেরি সফটওয়্যার। এটি আপনার ডিলিট হওয়া সকল ডাটা ফিরিয়ে দিতে সক্ষম। এটি দিয়ে আপনি আপনার হার্ড ডিক্স,পেন-ড্রপ,মেমোরি কার্ড থেকে ডাটা ডিসকভার করতে পারবেন।
এটির কিছু ফিউচার দেখে নেই  😯
Recover unlimited types of files with no amount limitation.

Fully recover image, document, video, audio, email and more.
Recover data due to deleting, formatting, partition loss, improper operation etc.
High files recovery quality, trusted by millions.
Completely safe, quick and easy-to-use.

এবার কিছু স্ক্রীন শর্ট দেখে নেয়া যাক



তাহলে দেরি না করে কাম সেরে ফেলুন মানে ডাউনলোড করুন

ডাউনলোড সাইজ -10mb+2mb

     ডাউনলোড তালা

     ডাউনলোড তালার চাবি

দারুন সব আইকন এবং বাটন ডাউনলোডের জন্য একটি ওয়েব সাইট

icon finderওয়েব অথবা গ্রাফিক্স ডিজানের জন্য বিভিন্ন ধরনের আইকন ও বাটনের প্রয়োজন হয়। একই ধরনের আইকন দেখতে দেখতে আমরা অনেকেই বিরক্ত। ভিন্ন ধরনের আইকন ও বাটন ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে। গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও এগুলো কাজে লাগে। দারুন সব ফ্রী আইকন ও বাটন ডাউনলোড করতে পারেন IconFinder থেকে। এখানে গতানুগতিক সাধারন
আইকন গুলোর পাশাপাশি ভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইকন ও বাটন পাবেন।



প্রায় ১,১০,০০০ এর বেশি আইকন থেকে ক্যাটাগরি অনুযায়ী ব্রাউজ করে অথবা সার্চ ইঞ্জিন ব্যবহার করে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের আইকন। এটি মূলত একটি আইকন সার্চ ইঞ্জিন। সাইটে প্রবেশ করলে একটি সার্চবক্স দেখতে পাবেন। সেখানে একটি সার্চ টার্ম লিখে এন্টার চাপুন। এরপর আপনি নিচের মত একটি চিত্র দেখতে পাবেন। এখানে আমি twitter লিখে সার্চ করেছি।



এরপর এখান থেকে আপনার পছন্দের আইকন এ ক্লিক করলে ডাউনলোডের জন্য দুটি ফরমেট(.png .ico) এবং বিভিন্ন সাইজ(128, 48,16) দেখতে পাবেন। এছাড়াও একই রকম আরো কিছু আইকন দেখা যাবে নিচে।



এছাড়াও ব্রাউজ করে বিভিন্ন সেট থেকে আইকন খুঁজে নিতে পারবেন। ব্রাউজ বাটনে ক্লিক করলে নিচের চিত্রের মত দেখা যাবে। এখান থেকে যে কোন সেট এ ক্লিক করলে এর মধ্যকার আইকন সমূহ দেখা যাবে।



তাহলে আর দেরি কেন ? এখনি ডাউনলোড করুন ফাটাফাটি সব আইকন এবং বাটন IconFinder থেকে।

ডাউনলোড করুন GhostMouse ওরফে ভুত মাউস না দেখলে পস্তাইবেন কয়াদিলাম

GhostMouse Screenshotআজ আমি আপ্নাদের জন্য একটি মজার সফটওয়্যার নিয়ে এসেছি ।যার নাম Ghost Mouse
যদি বাংলায় বলি তাহলে হয় ভুত ইদুর  , এটি একটি সফটওয়্যার যার দ্বারা আপনি কীবোর্ড বা মাউস
দিয়ে যে যে কাজগুলু করছেন তা রেকর্ড করতে পারবেন ।এবং রিপলে করতে পারবেন।

                           
Program Info::

License:       Free Freeware
Language:   English

Publisher:   AutomaticSolution Software
OS:                  Windows 7 / Vista / XP
Updated:      10 Apr 2013
সফটওয়্যার টি ডাঊণলোড করুন

                                                                    
http://adf.ly/sOoo6

                                                      

                                                        ডাউনলোড না করতে চাইলে এখানে চাপুন




ডাউনলোড করুন YouTube Downloader PRO Premium Full

youtube-downloader-pro1 
বন্ধুরা কেমন আছেন ?আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি।
আমি সবসময় সফটওয়্যার নিয়ে কথা বলি বা নতুন নতুন আপডেট সফটওয়্যার নিয়ে আসি।
আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি YouTube
Downloader Pro

এটি নিয়ে তেমন কিছু বলার নেই …ডাঊণলোড করে ব্যাবহার করুন 

সফটওয়্যার টি ডাঊণলোড করুন