**************************************************************************************************************************************************** ****************************************************************************************************************************************************
Showing posts with label নিউজ মাজা. Show all posts
Showing posts with label নিউজ মাজা. Show all posts

চীনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনৈক মুরগার চিঠি পত্তর


শ্রদ্ধেয় চীন দেশ,
আমি জনৈক মুরগা। আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিন। পৃথিবীর জন্ম থেকে আজ অবধি আপনাদের সৃষ্টিশীলতা সবাইকে মুগ্ধ করে চলেছে। চা, রেশমি কাপড় থেকে শুরু করে হালের চায়নিজ ফোন ও নানা ধরনের ইলেকট্রনিকস উদ্ভাবন জগৎবাসীকে বিস্মিত করছে!
গরিব-দুঃখী মানুষের কষ্ট আপনারা গভীরভাবে অনুভব করেন, বিশ্ববাজার সেটাই স্মরণ করিয়ে দেয়

আমাদের।
তবে এবারের উদ্ভাবন সবকিছু ছাড়িয়ে গেছে। উদ্ভাবনটি হলো মুরগির ডিম। মোরগ-মুরগির কোনো সাহায্য-সহযোগিতা ছাড়াই স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনারা বাজারে ছেড়েছেন মুরগির ডিম! আমরা কত কষ্ট করে ডিম পাড়ি, আর লোভী মানুষ আমাদের অনাগত সন্তানকে খাওয়ার জন্য জোর করে ধরে নিয়ে যায় এবং আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। আপনাদের এই মহৎ উদ্যোগ সফল হলে আমরা আমাদের সন্তানদের নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারব। ওরাও স্কুলে যাবে, খেলাধুলা করবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার, জজ-ব্যারিস্টার হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করবে!
আজকাল আবার অমুক চিকেন ফ্রাই, তমুক চিকেন তন্দুরির ছড়াছড়ি। এই রেসিপি, সেই রেসিপি। আমাদের মেরে নিষ্ঠুর মানুষেরা গ্রিল আর বারবিকিউও বানায়। তাই আমাদের চাহিদাও ঊর্ধ্বমুখী। আমরা বাসা থেকে ভয়ে বেরও হতে পারি না। কখন না জানি কোন দুষ্টুলোকের খপ্পরে পড়ে যাই। ছোট্ট একটা চাওয়া। আপনারা যদি স্বয়ংক্রিয় যন্ত্রে মোরগ-মুরগিও বাজারজাত করতে পারেন, তাহলে আমাদের জীবনটা বেঁচে যায়। আমরা হয়তো এর সুফল দেখে যেতে পারব না, কিন্তু পরবর্তী প্রজন্ম সুখী হবে ভেবে আমরা আনন্দে দুনিয়া ছাড়তে পারব। ভবিষ্যতে আপনারা ঘোড়ার ডিমও আবিষ্কার করতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
আজ আর নয়। নোবেল কমিটিকে এখনই পত্র লিখব, যাতে এ বছরই এমন মহৎ উদ্ভাবনের জন্য আপনাদের পুরস্কৃত করা হয়।
ইতি
সভাপতি
নিখিল বাংলা মোরগ-মুরগি বাঁচাও সমিতি

চাইনাগো প্লাস্টিকের চাউলে সয়লাভ ভারতে বাজার

ভারতের বাজারে চীন সস্তায় প্লাস্টিকের চাল ছড়াতে পারে বলে আশঙ্কা ভারতের।ভারতের ধারনা চালাকি করে চীন এই চাল ভারতের বাজারে ছাড়তে পারে। বাজারে গিয়ে কিনে আনলেন মিনিকিট বা ভালো বাঁশকাঠি চাল। হাঁড়িতে সে ভাত ফুটলও। দিব্য খেয়ে ফেললেন। কিন্তু, জানলেনও না, আপনি যে চালের ভাত খেলেন, সেটা কৃত্রিম চাল, আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়।

তা অবিশ্বাস আপনি করতেই পারেন, কিন্তু, চিন এ ভাবেই নকল প্লাস্টিকের চালে এশিয়ার বাজার ধরে নিচ্ছে। এমনকী যারা চালের কারবারি, দিনরাত চাল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁরাও ধরতে পারেননি চিনের এই চালাকি। আর পাঁচটা চাইনিজ জিনিস যেমন সস্তায় মেলে, তেমন সস্তায় চাল কিনে, ব্যাপক মুনাফা করতে সেই নকল চালই বিক্রি করছে ব্যবসায়ীরা।
এর আগে নকল ডিম বানিয়েও দেদার আয় করেছে চিন। বাইরে থেকে দেখে, এমনকী ডিম ফাটিয়েও কারও ধরার ক্ষমতা হয়নি, সে ডিমও নকল। না হাঁসের, না মুরগির। এই ডিম নাকি ভারতের বাজারেও বিক্রি হয়েছে। ভারতীয়রা সব সময় সস্তায় জিনিস কিনতে চায়। এই কারনে চীনের প্লাস্টিকের চাল নিয়ে ভারতের শঙ্কা।
ভারতের বাজারেও দেদার বিকোচ্ছে এই সস্তার চাল। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামেও যাচ্ছে। সস্তায় দিচ্ছে বলে, নকল চালেও চালের বাজার গ্রাস করে নিচ্ছে চিন।
চীনের এই প্লাস্টিকের চাল এতটাই চালের মতো রান্নার আগে বুঝতেও পারবেন না, সেটা প্লাস্টিকের কিনা। পাশপাশি রেখে আসল-নকল বোঝার উপায় নেই। রান্না করে বুঝবেন, ভাতটা মনমতো হল না। সেই স্বাদও পাবেন না। সম্প্রতি কেরালায় এমন নকল চাল প্রথমে নজরে আসে। তখনই খোঁজ নিয়ে জানা যায়, চিন থেকে এই নকল চালের দেদার আমদানি হচ্ছে। প্লাস্টিকের সঙ্গে আলু ও রাঙাআলু মিশিয়ে তৈরি হচ্ছে এই নকল চাল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, এই প্লাস্টেকের চাল কিন্তু শরীরের পক্ষে মোটেও সুখের নয়। নিয়মিত খেলে প্রাণসংশয় হতে পারে।

কলেজ স্টুডেন্ট দের জন্য গিগা পোষ্ট বাকিদের জন্য মেগা পোষ্ট ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের admision পরীক্ষার তারিখ ও আবেদনের সীমানা জেনে নাও উক্ত পোষ্ট থেকে

All Public University of Bangladesh২০১৪ সালের এইচএসসি তে উত্তীর্ণ শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, কেমন আছো তোমরা? আশা করি এডমিশন টেস্ট এর প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও ভালো এবং সুস্থ্য আছো।
এখন কিন্তু তোমাদের সুস্থ্য থাকাটা একটু বেশিই জরুরী। কেননা তোমারা তোমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় ভর্তি যুদ্ধের সম্মুখীন হবে যাচ্ছ। বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৪টি। জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদ দিলে এই সংখ্যা ৩২টি। প্রতি বছর এইচ এস সি পাশ করার পরই শুরু হয়ে যায় ভর্তি যুদ্ধ। প্রতি বছর সম্মান শ্রেণীতে আসন সংখ্যার বিপরীতে প্রায় দশ গুন আবেদন জমা পড়ে। একজন ভর্তিচ্ছু এক সাথে অনেক গুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকে। যার ফলে তাদের প্রতিনিয়ত চোখ রাখতে হয় এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য। ফলে অপচয় হয় মূল্যবান সময়ের। এছাড়াও থাকে সঠিক তথ্য না পাবার বিভ্রাট। সঠিক তথ্য সঠিক সময়ে না পাবার কারণে অনেক সময় আবেদন করা বা পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনা। তাই পড়তে হয় অনাকাঙ্খিত ভোগান্তিতে।
ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমার এই পোস্টে সকল বিশ্ববিদ্যালয়ের ১লা অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ, আবেদনের সময়সীমা, ফলাফল ঘোষণার তারিখ ও ভর্তি সংক্রান্ত সর্বশেষ সব তথ্য আপডেট করা হয়েছে। আশা করি এই পোস্টটি তোমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় সব তথ্যের যোগান দিয়ে অনাকাঙ্খিত ভোগান্তির হাত থেকে মুক্তি দিতে সহায়ক হবে।

কলেজ স্টুডেন্ট দের জন্য গিগা পোষ্ট বাকিদের জন্য মেগা পোষ্ট ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সকল বিশ্ববিদ্যালয়ের admision পরীক্ষার তারিখ ও আবেদনের সীমানা জেনে নাও উক্ত পোষ্ট থেকে

All Public University of Bangladesh


বিশ্ববিদ্যালয়ের নামপরীক্ষার তারিখআবেদনের সময়সীমাফলাফল প্রকাশের তারিখ
ঢাকা বিশ্ববিদ্যালয়ক ইউনিট
খ ইউনিট
গ ইউনিট
ঘ ইউনিট
চ ইউনিট
-১২ সেপ্টেম্বর
১৯ সেপ্টেম্বর
৫ সেপ্টেম্বর
২৬ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর
১৪ থেকে ৩১ আগষ্ট১৯ সেপ্টেম্বর২৩ সেপ্টেম্বর
৯ সেপ্টেম্বর
২৯ সেপ্টেম্বর
২৮ সেপ্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ক ইউনিট
খ ইউনিট
গ ইউনিট
ঘ ইউনিট
চ ইউনিট
-১২ সেপ্টেম্বর
১৯ সেপ্টেম্বর
৫ সেপ্টেম্বর
২৬ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর
১৮ থেকে ৩১ আগষ্ট-১৫ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর
৮ সেপ্টেম্বর
২৮ সেপ্টেম্বর
১৬ সেপ্টেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর০৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরআপ্রকাশিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়১৭ থেকে ২৫ সেপ্টেম্বর১৭ থেকে ৩১ আগষ্টপ্রকাশিত
ইসলামী বিশ্ববিদ্যালয়২৩ থেকে ২৭ নভেম্বর০৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর২ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর২০ আগষ্ট থেকে ২০ সেপ্টেম্বরআপ্রকাশিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়১৯ থেকে ২২ অক্টোবর২৫ আগষ্ট থেকে ১৪ সেপ্টেম্বরআপ্রকাশিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়১২ ও ১৩ ডিসেম্বর১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরআপ্রকাশিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়১০ থেকে ১৩ নভেম্বর২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরআপ্রকাশিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়আপ্রকাশিতআপ্রকাশিতআপ্রকাশিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস২৪ অক্টোবর১ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর১২ নভেম্বর ও৩ ডিসেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়১৮ অক্টোবর২৪ আগষ্ট থেকে ২১ সেপ্টেম্বরআপ্রকাশিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়১৫ নভেম্বর১৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরআপ্রকাশিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ক ও খ
গ ও ঘ
-২৪ নভেম্বর
৩০ নভেম্বর
০৪ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবরআপ্রকাশিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়২ থেকে ৬ নভেম্বর০৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবরআপ্রকাশিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৫ ডিসেম্বর১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বরআপ্রকাশিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়২০ ও ২১ ডিসেম্বর১০ অক্টোবরআপ্রকাশিত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৬ ও ৭ নভেম্বর০৩ থেকে ৩০ সেপ্টেম্বরআপ্রকাশিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়২৮ নভেম্বর০১ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর৭ ডিসেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়২২ ও ২৩ নভেম্বর০১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর২৭ নভেম্বর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়২২ নভেম্বর১৪ থেকে ২২ অক্টোবর১৩ ডিসেম্বর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৩০ সেপ্টেম্বর১০ থেকে ২৪ সেপ্টেম্বর২৫ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়০৮ নভেম্বরআপ্রকাশিতআপ্রকাশিত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৩১ অক্টোবর ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর৬ নভেম্বর
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৮ সেপ্টেম্বর১৭ জুলাই থেকে ২০ আগস্টআপ্রকাশিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়০৮ নভেম্বর০১ থেকে ৩০ সেপ্টেম্বর২০ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়আপ্রকাশিতআপ্রকাশিতআপ্রকাশিত
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়১৪ নভেম্বর১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর২০ নভেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়আপ্রকাশিতআপ্রকাশিতআপ্রকাশিত
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সস বিশ্ববিদ্যালয়১৫ নভেম্বর১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর১৫ নভেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়১৪ নভেম্বর২২ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর২৪ নভেম্বর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়আপ্রকাশিতআপ্রকাশিতআপ্রকাশিত
বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ১২ ডিসেম্বরআপ্রকাশিতআপ্রকাশিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়আপ্রকাশিতআপ্রকাশিতআপ্রকাশিত
মেডিকেল ও ডেন্টাল কলেজ২৪ অক্টোবর৪ থেকে ২৯ সেপ্টেম্বরআপ্রকাশিত

সর্বশেষ আপডেটঃ ১লা অক্টোবর
http://amderblogger.blogspot.com/

কোন দুনিয়ায় আয়া পড়ছি রে ভাউ সেষ মেষ স্ত্রীর অস্বাভাবিক যৌনাকাঙ্ক্ষা সামলাতে না পেরে শিরোচ্ছেদ

স্ত্রীর অস্বাভাবিক যৌনাকাঙ্ক্ষা সামলাতে না পেরে শেষ পর্যন্ত পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেন এক ব্যক্তি। আর ভারতের একটি আদালতে করা এ আবেদন শেষ পর্যন্ত গৃহীত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সে ব্যক্তি বিয়ে বিচ্ছেদ আবেদনে উল্লেখ করে, তার স্ত্রীর অতিরিক্ত মাত্রায় যৌনক্ষুধা রয়েছে। এমনকি ২০১২ সালে তাদের বিয়ের পর থেকেই তাকে যৌনতার কারণে হয়রানি করে আসছেন তাঁর স্ত্রী।
সে ব্যক্তি আরো অভিযোগ করেন, স্ত্রীর যৌন চাহিদা পূরণ করার জন্য যৌন উত্তেজক ওষুধ ও মদ খেতে বাধ্য হন তিনি। এ ছাড়া তাঁর স্ত্রী অস্বাভাবিক মাত্রার নানা যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করেন তাঁকে। এ ছাড়া দৈনিক তিন শিফটে যৌনাচারে বাধ্য করার কারণে তিনি খুবই ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েন। তিনি আদালতে আরো জানান, তাঁর স্ত্রী তাকে হুমকি দেন যে, তার যৌন চাহিদা পূরণ করতে না পারলে তিনি অন্য পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত হবেন।
এরপর শারীরিক কারণে চিকিৎসক তাঁকে কিছুদিনের জন্য যৌনতা থেকে বিরত থাকতে পরামর্শ দেন। কিন্তু তাঁর স্ত্রী এসব কথা না মেনে তাঁকে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করেন।
এরপর স্ত্রীর এ যৌন চাহিদা সামাল দিতে তাঁকে একজন মনোবিদের সঙ্গে পরামর্শ করিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়। তিনি মনোবিদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।
এসব কারণ দেখিয়ে সে ব্যক্তি জানান, স্ত্রীর অস্বাভাবিক যৌন চাহিদার কারণে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর এ চাহিদা মিটিয়ে একত্রে এক ছাদের নিচে থাকা তার পক্ষে অসম্ভব বিষয়।
আদালত সম্পূর্ণ বিষয়টি বিবেচনা করে সে ব্যক্তির আবেদন গ্রহণ করে। তবে আদালতের সামনে হাজির হয়নি সে ব্যক্তির স্ত্রী। এ ছাড়া সে ব্যক্তির বিস্তারিত পরিচয়ও প্রকাশিত হয়নি।
ফ্যামিলি কোর্টের প্রধান বিচারক লক্ষী রায় তার আদেশে বলেন, ‘আবেদনকারীর স্ত্রী যেহেতু আদালতে হাজির হননি। আদালতে উপস্থাপন করা নানা তথ্যপ্রমাণ চ্যালেঞ্জ করার কোনো রেকর্ড পাওয়া যায়নি। ফলে আদালতের সামনে বিয়ে বিচ্ছেদের অনুমতি প্রদান ছাড়া অন্য কোনো সুযোগ নেই।

মুল ঘটনা ঘঠেছে এখান থেকে

ঘুরে দেখা পুরানো সেই নারায়নগঞ্জের ৭ মার্ডার ,ঘটনা ও লাশের ছবি(বিভৎস)


হার্টদুর্বল ও বাচ্চুরা ২ হাত দুরে থাকুন
স্বদেশ ডেস্ক: তিন দিন আগে নারায়ণগঞ্জে অপহূত ৭ জনের মধ্যে একে একে ৬ জনের লাশ আজ বুধবার শীতল্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪ জনের পরিচয় সনাক্ত করেছেন নিহতের স্বজনরা। তাঁরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন এবং আইনজীবী চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিম। তবে এখনো পাওয়া যায়নি নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দনকুমার সরকারের লাশের পরিচয়।
তবে উদ্ধার হওয়া অন্য দ্ইু লাশের মধ্যে তারা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি লাশ ১৬ টি করে ইটের সাথে রশি দিয়ে বাধা ছিল। লাশগুলো গলে যাবার কারণে সনাক্ত করতে সমস্যা হওয়ায় উদ্ধার হওয়া এই বাকী লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধির পাঠানো লাশের ছবিগুলো কৌতুহলী পাঠকদের জন্য দেয়া হলো:
কাউন্সিলর নজরুল ইসলামের লাশ

কচুরিপানার মধ্যে লাশ

গলিত লাশ


লাশ আর লাশ


নাম না জানা লাশের সারি

পুরো পচে যাওয়া লাশ

প্রতিটি লাশের পিছনে এভাবে বেধে দেওয়া হয়েছিল ১০টি করে ইট

যে আর্তনাদ শেষ হবে না কখনো

মায়ের আহাজারি

আর্তদের পাশে নারায়ণগঞ্জ পৌর মেয়র

উত্তাল নারায়ণগঞ্জ




কি এক আযব সংবাদ যৌনতা কিনছেন নারীরাও এবং এই নারিরা পুরুষদের থেকে ১৪ হাত ফাদার এন্ডভান্স



যৌনতার জন্য শুধু ছেলেরাই অর্থ-কড়ি খরচ করে এমন ধারণা এখন অতীত। এক্ষেত্রে পশ্চিমা বিশ্বের মেয়েরা পিছিয়ে নেই। সেখানে মেয়েরাও পুরুষ যৌনকর্মী ভাড়া করে জীবন উপভোগ করছেন।
‘উইমেন হু পে ফর সেক্স’ শিরোনামে বিবিসি ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সাংবাদিক হান্নাহ বারনেসের ওই ফিচারধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে এমন অনেক নারী আছেন যাঁরা বার কিংবা নাইটক্লাবে গিয়ে পুরুষ সঙ্গী খোঁজা পছন্দ করেন না। যৌনতা উপভোগের জন্য তাঁরা ‘এসকর্ট এজেন্সি

র’ (যৌনকর্মী ও খদ্দেরদের মধ্যস্থকারী প্রতিষ্ঠান) সাহায্য নেন। এসব এজেন্সির কাছে ‘এসকর্ট’ চাইলেই তাঁরা নারী গ্রাহকদের কাছে ‘এসকর্ট’ পাঠিয়ে দেয়।

ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের একটি বিলাসবহুল এসকর্ট এজেন্সির মালিক নিকোল। এখানে ছেলেদের মতো মেয়েরাও তাঁর ভোক্তা। তাঁদের জন্য তিনি বিলাসবহুল এবং বড় আকারের বাংলো বাড়ির ব্যবস্থা করেন। যেটি শহর থেকে প্রায় মাইল খানেক দূরে। ফরাসী বাংলোর মতো দেখতে এসব বাড়ির ভেতরে কী চলছে সেটা বাইরে থেকে কোনভাবেই বোঝার উপায় নেই।
নিকোল বলেন, ‘নারী ক্লায়েন্টরা নিজেদের পরিচয় গোপন রাখতে চান। এটা তাদের নিজস্ব পৃথিবী, এই গোপনীয়তা তাদের জীবনেরই অংশ।’

ছেলে যৌনকর্মীরা জানেন তাঁদের সব নারীভোক্তা অবিবাহিত বা একাকী নন। এমনই একজন বলেন, কিছু নারী মনে করেন যৌনতার জন্য অর্থ ব্যয় কোনো প্রতারণা নয়। এটি প্রেম বা এরকম অন্যান্য সম্পর্কের মতোই স্বাভাবিক ব্যাপার।

যেসব নারীর ছেলেবন্ধু বা স্বামী আছে তাঁদের জন্য বারে কিংবা অন্য কোনো প্রকাশ্য জায়গায় অন্য কোনো পুরুষের সঙ্গ খুবই ঝুঁকিপূর্ণ।

নিকোল জানান, ‘তাঁদের জন্য এমন জায়গা দরকার যেখানে প্রতিবেশী বা পরিচিত কেউ তাঁদের দেখে ফেলবে না।’

জন্মগত প্রতিবন্ধীতার কারনে ক্যাটরিনার কাছে যৌনতা সবসময়ই একটি বিষাদময় ব্যাপার। তিনি বলেন, তিনি কখনো ভাবেননি যে তিনি একজন পুরুষ যৌনকর্মী খুঁজবেন। কিন্তু এখন ক্যাটরিনা ইংল্যান্ডের অন্য অনেক নারীর মতোই একজন যারা অর্থের বিনিময়ে যৌনতা কেনেন।
ক্যাটরিনা বলেন, তাঁর সাবেক প্রেমিকেরা যৌনতা উপভোগ করতে না পারার জন্য যখন তাঁর শারিরীক প্রতিবন্ধীতাকে দায়ী করে একে একে তাঁকে ছেড়ে যান তখন তাঁর আত্মবিশ্বাস চুরমার হয়ে যায়।

ক্যাটরিনা বলেন, ‘যৌনকর্মী অ্যান্ড্রুর কারণে আমার এই ভুল ভাঙে। প্রথম বারের পরই আমি দেখলাম যৌনতায় আমি সম্পূর্ণ সক্ষম। আনন্দময় যৌন অভিজ্ঞতা হলো আমার। সেই সঙ্গে আমার আত্মবিশ্বাসও ফিরে আসল।’

শুধু যে ক্যাটরিনার মতো শারিরীক প্রতিবন্ধী নারীরা এই ‘সেবা’ নিচ্ছেন তা নয়। অন্যান্য স্বাভাবিক নারীও এই যৌনসেবা নিয়ে থাকেন।

ক্যাটরিনাকে যে যৌনসেবা দিয়েছেন, সেই অ্যান্ড্রু রসেট্টা, তার দশ বছরের যৌনসেবী ক্যারিয়ারের অভিজ্ঞতা নিয়ে ‘হোয়াটেভার শি ওয়ান্টস’ শিরোনামে একটি বই লিখেছেন।

পুরুষ যৌনকর্মীরা জানান, নারীরা নানা কারনেই যৌনতার জন্য অর্থ ব্যয় করতে চান। যৌনতায় আত্মবিশ্বাস ফিরে পাওয়া, নতুন পরীক্ষ-নিরীক্ষা করা ইত্যাদি। এছাড়াও ব্যাবসায়ী নারীরা সময়ের অভাবে তাদের স্বামী বা ছেলেবন্ধুর সঙ্গে মিলিত হতে পারেন না। ফলে তারাও এ সেবাটি গ্রহন করেন।

ডেনিয়েল অর্থনৈতিক মন্দার সময়টিতে কিছু বাড়তি টাকার জন্য খণ্ডকালীন পুরুষ-যৌনকর্মী হিসেবে কাজ করেন। তিনি লন্ডনের নামকরা একটি বেসরকারী স্কুলের ছাত্র। আবার অ্যান্ড্রুর মতো কর্মীরা উচ্চ রুচিবোধসম্পন্ন।

কিন্তু এরকম যৌনকর্মী পেতে মেয়েদের কী রকম খরচ করতে হয়? গড়পরতায় ঘন্টায় সর্বনিম্ন ১০০ পাউন্ড।
নিকোল জানান, ইংল্যান্ডে বেকারত্ব সমস্যা বৃদ্ধি পাওয়ায় এখন ঘন্টাপ্রতি ৬০ পাউন্ডে পুরুষ যৌনকর্মী ভাড়া পাওয়া যায়।
<a href="http://prothom-alo.com/international/article/298141/যৌনতা-কিনছেন-নারীরাও">ঘটনার সুত্রপাত ঘটেছে এইহান হইতে</a>

মির্জাপুরে প্রেমিকের বাড়ির গেটে প্রেমিকার অবস্থান, বাড়িতে তালা দিয়ে প্রেমিক উধাও !

প্রেমিকা - নাসরিন সুলতানা
প্রেমিকা – নাসরিন সুলতানা
মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলে
র মির্জাপুরে বিয়ের দাবিতে এক প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে অবস্থান শুরু করেছেন। এ ঘটনার পর প্রেমিকের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে উধাও হয়েছে। গত শুক্রবার উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই নাজিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই প্রেমিকা ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর ধরে একই এলাকার রাকের টেকি গ্রামের তোতা খানের কলেজ পড়–য়া মেয়ে নাসরিন সুলতানা সাথে নাজিরপাড়া গ্রামের সোরহাব মিয়ার ছেলে শাহীনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বেশ কিছুদিন ধরে মেয়েটি তার প্রেমিক শাহীনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সে তাতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে গত ৯ জুলাই বুধবার রাতে ওই প্রেমিকাকে শাহীন তার বাড়িতে আসার জন্য বলে। তার কথামত সে বাড়িতে আসলে শাহীনের অভিভাবকেরা মেয়েটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কিন্তু সে বিয়ের দাবিতে অনড় থাকে। স্থানীয় মাতাব্বরা পরদিন বৃহস্পতিবার তাদের বিয়ে দেওয়ার আশ্বাস দিলে সে ওই বাড়ি হতে বেরিয়ে এক মাতাব্বরের বাড়িতে আশ্রয় নেয়।
এদিকে দীর্ঘ ৯ দিন পরও বিয়ের বিষয়ে কোন সুরাহা না হলে গতকাল শুক্রবার এ নিয়ে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকেও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় সকালে মেয়েটি তার প্রেমিকের বাড়িতে গিয়ে পুনরায় অবস্থান শুরু করে।
https://www.facebook.com/jannatyweb?ref=hl&ref_type=bookmark
বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা গেছে, মেয়েটি তার প্রেমিকের তালাবদ্ধ ঘরের সামনে বসে আছে। বাড়ির লোকজন ঘরে তালা মেরে উধাও হয়ে গেছে। এ সময় কথা হলে ওই মেয়েটি জানায়, প্রায় তিন বছর আগে হাটুভাঙ্গা বাজারে কেনাকাটা করতে গিয়ে তাদের সাথে পরিচয় ও পরে সম্পর্ক হয়। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে শাহীন তার সাথে অনৈতিক সম্পর্কও গড়ে তুলে। কিন্তু সম্প্রতি তাকে বিয়ে করার প্রস্তাব দিলে সে তাতে অস্বীকৃতি জানায়। মেয়েটি আরো জানায়, শাহীন যতক্ষণ পর্যন্ত স্ত্রীর মর্যাদা না দিয়ে তাকে ঘরে না তুলবে ততক্ষণ পর্যন্ত সে ওই বাড়িতেই অবস্থান করবে।
এ ব্যাপারে প্রেমিক শাহীনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। তবে তার বাবা সোরহাব মিয়া বলেন, ছেলে তাকে বিয়ে করবে না তারপরও সে বাড়িতে অবস্থান করছে। নারী মানুষ, যাতে কোন ঝামেলা না হয় সেজন্য ঘরে তালা মেরে তারা বাড়ির বাইরে চলে এসেছেন। তবে তিনি কোথায় আছেন তা জানাননি। তাছাড়া মেয়েটিকে কোন প্রকার নির্যাতন করা হয়নি বলে তিনি জানান।
মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।