**************************************************************************************************************************************************** ****************************************************************************************************************************************************
Showing posts with label কম্পিউটার সফ্টওয়্যার. Show all posts
Showing posts with label কম্পিউটার সফ্টওয়্যার. Show all posts

বিজনেস কার্ড বানানোর বেস্ট সফটওয়্যার। এক্টিভেটর সহ ডাউনলোড করে নিন।।

আমাদের এখানের অনেকেই আমরা ইলুস্ট্রেটর ফটোশপ এর কাজ ভালো ভাবে পারিনা। তাই অনেক সময় ইচ্ছা থাকলেও একটি সুন্দর ভিজিটিং কার্ড বানানো সম্ভব হয়ে ওঠেনা। সেই কথা মাথায় রেখেই আজকের টিউন।।


ভিজিটিং কার্ড বানানোর অনেক সফটওয়্যার আপনি পাবেন। কিন্তু ভালো মানের কোনো সফটওয়্যার ইউজ করতে গেলে আপনাকে খরচ গুনতে হবে। আজকের সফটোয়ার'টি হল EximiousSoft Business Card Designer। আপনি লিঙ্কে গিয়ে দেখতে পারেন এটার দাম কতো। ৩৪ ডলার। বাংলা টাকাটা আপনিই হিসেব করে নিন।

কিন্তু এখন আপনি পাবেন এটা ফ্রিতে।

এখান থেকে ডাউনলোড করে নিন।



এক নজরে এর ফিচার গুলো।।

High quality 200+ Business Card templates, 2000+ Symbols and more...
The program provides numerous pre-designed business card templates by expert designers, backgrounds & graphic symbols and lot more. With which to start design easily and quickly. Personalize them with your preferred images, logo, graphics & other elements in your business card design.. vector drawing toolsPowerful vector-based drawing tools
Create any shape graphics as you desired with these tools. Move, delete or add even convert anchors for a shape with simple clicks or drag.That's really simple.Shapes or texts can be filled or stroken with solid color, gradient style or images high smoothly.anyone, Even have no design experience, can make stunning business cards with business card Software. Gives you the option to add drop shadows, reflection, glow, 3D bevel with customized settings to shapes or texts on your design.Any shape objects even texts can be stroken with more pre-designed dash style.Design Business CardsDesign Business Cards visually and Easily
Works like a great image editor program that supports strongly layer-editing. With the Layers feature you can control the position of various objects in your logo, you can place a more important object over the other and create different effects. To create, move, sacle, rotate, flip shapes or texts only with drag & click. Making professional-looking cards becomes really easy with application. The program is easy enough for everyone and doesn't require any designing skills thanks to a WYSIWYG interface – that is, what you see on the screen is exactly what your card will look like. Undo & Redo anywhere anytime.Print Business CardsPrint Business cards freely
Enable to print spectacular business cards on your own printer, on card stocks from Avery, Sigel, Herma, Formtec, DECAdry etc with high resolution. You can print 1 card or 5 card or 100 card, as you like. Most people print at least one full sheet of cards (8 or 10 cards on one sheet) for convenience. Supports to export cards to image files with high quality for print shop and print cards from your own printer directly.Import & Export ImagesInput & output in more popular image formats
Supports to export your business cards to JPG, GIF, PNG, BMP, PCX, TGA, TIFF files. Allows to load image files from GIF, BMP, PCX, JPG, TIFF, PNG, TGA, PSD, ICO, CUR, ANI ect. files.

নিয়ে নিন এক্কারে মাগনা Latest $69.95 মূল্যর Data Recovery সফটওয়্যার EaseUS Data Recovey 😀 Wizard Professional.

আমরা অনেক সময় ভুলে অথবা শখের বসে আমাদের হার্ডডিস্ক বা ফ্লাস ড্রাইভ ফরম্যাট করে ফেলি। তখন আমাদের কষ্টের দুখেঃ কোন শেষ থাকে না। এখন আপনাদের আর চিন্তা করতে হবে না। আপনাদের জন্য নিয়ে এলাম অত্যন্ত শক্তিশালী ও ভয়নক একটি ডাটা রিকভেরি সফটওয়্যার। এটি আপনার ডিলিট হওয়া সকল ডাটা ফিরিয়ে দিতে সক্ষম। এটি দিয়ে আপনি আপনার হার্ড ডিক্স,পেন-ড্রপ,মেমোরি কার্ড থেকে ডাটা ডিসকভার করতে পারবেন।
এটির কিছু ফিউচার দেখে নেই  😯
Recover unlimited types of files with no amount limitation.

Fully recover image, document, video, audio, email and more.
Recover data due to deleting, formatting, partition loss, improper operation etc.
High files recovery quality, trusted by millions.
Completely safe, quick and easy-to-use.

এবার কিছু স্ক্রীন শর্ট দেখে নেয়া যাক



তাহলে দেরি না করে কাম সেরে ফেলুন মানে ডাউনলোড করুন

ডাউনলোড সাইজ -10mb+2mb

     ডাউনলোড তালা

     ডাউনলোড তালার চাবি

only one 1.5 mb soft to download 10 million free hd movie

আমরা সবাই HD Movie, Mp4 Movie ও TV Show ডাউনলোড করার জন্য অনেক সময় নষ্ট করেও মুভি ডাউনলোড দিতে পারি না । তাই বন্ধুরা আজকে আমি ১ টা দারুণ সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব । আশা করি ভাল লাগবে আপনাদের অনেক উপকার হবে ।
মাত্র 1.5 MB ফ্রী সফটওয়্যার দিয়ে Hollywood, Bollywood, Tollywood, Dhallywood  এবং ওয়ার্ল্ড এর নতুন নতুন সব মুভি কোন রকম ঝামেলা ছাড়াই ফ্রীতে ডাউনলোড দিতে পারবেন।


সফটওয়্যার টির সাইজ ১.৫ মেগাবাইট

এখানে ক্লিক করুন

সফটওয়্যার টি ডাউনলোড করতে এবং কিভাবে Install দিয়ে আপনি সহজেই ১০ লক্ষ এর বেশি নতুন নতুন মুভি ডাউনলোড দিতে পারবেন আমি আপনাদের দেখাব । প্রথমে আপনি নিচের দেয়া লিংক এ যান । এবং সেখান থেকে আপনি সহজেই সফটওয়্যার টি ডাউনলোড দিতে এবং কিভাবে সফটওয়্যার টি Install দিতে হয় তা দেখতে পারবেন ।

আর দেরি না করে এখনই সফটওয়্যার টি নিয়ে নিন আপনার হাতের মুঠোই । এবং ইচ্ছা মত যত খুশি HD Movie, Mp4 Movie এবং TV Show ডাউনলোড করুন ।

পরিক্ষা করে দেখতে দোষ কিসের?? এবার কোন রকম মাউস ছাড়াই শুধুমাত্র মুখের ইসারায়নিয়ন্ত্রন করতে পারবেন আপনার পুরো কম্পিউটার



মাত্র ১২.৪৩ MB-র দ্বারা আপনার মাথা কে-ই বানিয়ে ফেলুন আপনার কম্পিউটার-এর মাউস।

এবার আমার মত করে দেখে নিন Software টির Details:


Name: Camera mouse 2012


Size: ১২.৪৩ MB


License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর গল্প নেই)


OS: Windows XP / Vista / 7 / 8 32-bit


Released on: 24th November, 2012


*Requirements: One computer, Electricity, & Webcam


শুধু ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে।


এবার বলি সফটওয়্যার টি কি করবে, আপনি যখন সফটওয়্যার টি ওপেন করবেন, তখন স্ক্রীন-এ আপনার ছবি ওয়েবক্যাম-এর মাধ্যমে আসবে, এরপর আপনাকে, আপনার মুখের যে কোনও অংশ সিলেক্ট করতে হবে। তারপর সফটওয়্যারটি আপনার দেখিয়ে দেওয়া স্থান কে  ক্রমাগত trace করবে, আর সেই মত মাউস পয়েন্টার-ও নড়বে। তবে মুখের একটি অংশ সিলেক্ট করার সময় নাক কে বাছলেই ভালো হয়, কেননা ওটা মোটামুটি স্ক্রীন-এর মাঝে থাকে, তাই স্ক্রীন ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভবনা কমে যাবে।

আর কয়েকটি কথা বলি, সফটওয়্যার টি প্রচণ্ড সংবেদনশীল, তাই শুরু করার সময়ের জন্য কিছু সেটিংস্‌ recommend করছি, যাতে আপনাদের ব্যাবহার করতে সুবিধা হয়।প্রথমে, Settings থেকে “Clicking” ট্যাব-এর সব কটি box-এ tick মেরে দিন।                                                     


এর পর “Control” tab-এও সব box-এ tick দিন।


                                                                 


                                                                                                               

এরপর “Gains”-এর দুটো option-এই “very low” select করুন।


                                                                  

                                                                                                                

এরপর “Misc.” tab থেকে প্রথম option টি কে Extreme করুন।


                                                                    


                                                                                                                           


এরপর Alt+D press করে OK করে দিন।


ব্যাস কাজ শেষ।


এরপর আরামে ব্যাবহার করুন।

এখানে DIRECT ডাউনলোড লিংক দেওয়া আছে                                                                                             
                          http://adf.ly/vkJXU





বিভিন্ন রকমের রঙ দিয়ে রাঙিয়ে ফেলুন আপনার কম্পিউটারের ফোলডার গুলোকে মাএ 1.47MB software দিয়ে+ছোট্ট একটা ম্যাজিক উপহার সহ

বিভিন্ন রকমের রঙ দিয়ে রাঙিয়ে ফেলুন আপনার কম্পিউটারের ফোলডার গুলোকে মাএ 1.47MB software দিয়ে।প্রথমে এখান থেকে software টি নামিয়ে নিন

Software টি install করুন

যে folder কে রঙিনl  করতে চান সেই folder টির উপর mouse রেখে mouse এর ডান বাটন চাপুন


color select করুন ব্যস কাজ শেষ


জুয়েল আইচ এর একটি ছোট কিন্তু জোরালো ম্যাজিক ১০০% গ্যারান্টি

 
দর্শকদের নিশ্চিতভাবে অবাক করে দেবে, এমন ম্যাজিক আবিষ্কার করা একটি কঠিন কাজ। ছোটবেলায় আমার কোনো জাদু-শিক্ষক ছিলেন না। পাইনি কোনো ম্যাজিক শেখার বই। তাই নিজের কল্পনার ওপর ভর করে জাদু আবিষ্কার করতে হতো। তবে নিজের কল্পনার মতো জাদুটি যখন দর্শককে চমকে দিত, তখন তা এক অনির্বচনীয় আনন্দের সম্পদ হয়ে হূদয়ে জমা হতো। দর্শকেরা সম্পূর্ণ নতুন জিনিস উপহার পেলেন বলে অনেক বেশি তারিফ করতেন। সুনাম খুব দ্রুত ছড়িয়ে পড়ত। এমনই একটি মজার জাদু আজ তোমাদের শিখিয়ে দেব।
দর্শকদের সামনে যা করবে(ক) একটি ম্যাচবাক্স পকেট থেকে বের করো।

(খ)  ম্যাচকাঠির ড্রয়ার বা ট্রেটা আঙুল দিয়ে ঠেলে বের করো।
(গ)  ট্রে-ভর্তি ম্যাচকাঠিগুলো টেবিলের ওপর ঢেলে দাও।
(ঘ)  খালি ট্রেটা সবার সামনে ম্যাচবাক্সের মধ্যে ঢুকিয়ে দাও।
(ঙ)  হাতের আঙুলে একটা তুড়ি বা হাততালি দিয়ে ট্রেটা ঠেলে দেখাও, খালি ট্রেটা ম্যাচকাঠিতে ভরে গেছে। শুরুতে যে কাঠিগুলো টেবিলে ঢেলে রেখেছিলে, সেগুলো তখনো সেখানে পড়ে আছে।
(চ)  ভরা ম্যাচবাক্সটা বাঁ হাত ধরে ডান হাতে এমন একটা ভঙ্গি করো, যেন ম্যাজিকটা এখানেই শেষ।
(ছ)  দর্শকেরা ‘ওয়াও’ বা অন্য কোনো প্রশংসাসূচক শব্দ উপহার দিয়ে হাততালি দিলে তোমার ম্যাচবাক্সটি পকেটে রেখে দাও।
তোমার প্রস্তুতি
১ নম্বর ছবি ড্রয়ারের পিঠে আঠা দিয়ে লাগানো অর্ধেক কাঠির সারিএকটা সুন্দর ম্যাচবাক্স নাও। আজকাল ম্যাচবাক্সের উভয় পিঠে একই রকম প্রিন্ট পাওয়া যায়। কোনো এলাকায় যদি এমন বাক্স না পাওয়া যায়, তাহলে উভয় পিঠে একই রকম ছবি লাগিয়ে নিতে হবে। আর লম্বালম্বি একপ্রান্তে ছোট্ট একটা দাগ লাগিয়ে নেবে, যা শুধু তুমি ছাড়া আর কারও চোখে পড়বে না। তোমার বাক্স তৈরির কাজ হয়ে গেল।
এবারে ট্রে বা ড্রয়ার তৈরির কাজ। ড্রয়ারটি উপুড় করে রাখো। ১২-১৩টা ম্যাচকাঠি নাও। কাঠিগুলোর মাঝামাঝি কেটে ফেলো। বারুদের দিকটা রেখে নিচের অর্ধেক ফেলে দাও। বারুদসহ কাঠির অর্ধেকটা উপুড় করা ড্রয়ারের পিঠে পাশাপাশি সাদা গ্লু (আইকা বা ফেভিকল) দিয়ে লাগিয়ে নিতে হবে। লাগানোর কাজে বিশেষ যত্ন নিতে হবে, যেন সবকিছু শুকিয়ে গেলে ড্রয়ারটা যখন বাক্সের মধ্যে পুরে দেওয়া হবে, তখন তা সরসর করে ঢুকতে ও বের হতে পারে। এ জন্য কী করতে হবে? প্রতিটি অর্ধেক করে কাটা কাঠির কাটা দিকটা ব্লেড দিয়ে একদিকে ঢাল করে কাটতে হবে। বারুদের পাশটাও যতটুকু চোখে পড়ে, সেটুকু রেখে বাকিটা চেঁছে ফেলে দিতে হবে। ঢাল করা কাঠির পাতলা দিকটা বারুদ পর্যন্ত ড্রয়ারের সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে একটা শক্ত মলাটের বই চাপা দিয়ে পুরো জিনিসটা এক দিন ছায়ায় শুকিয়ে নাও। প্রথম দিকে বেশ কয়েকবার ট্রেটা ধীরে ধীরে বাক্সের মধ্যে ঢোকাও এবং বের করো। কোথাও বাধাপ্রাপ্ত হলে জোরাজুরি কোরো না। সাবধানে ত্রুটিটি সেরে ফেলো। সব ঠিকমতো তৈরি হলে শুরু হবে তোমার অনুশীলন আর অনুশীলনের পালা। তুমি কী কথা বা গল্প বলে ম্যাজিকটি করবে, তার একটা স্ক্রিপ্ট লিখে নাও। আয়নার সামনে বসে পড়ো। প্রয়োজনে তোমার কথা, গল্প ও ম্যাচবাক্স চালনা পরিবর্তন করে একসময় চূড়ান্ত সুন্দর একটি জাদু তৈরি হয়ে যাবে। সব মিলিয়ে যা করবে, তার নামই উপস্থাপনা। কৌশলযুক্ত ম্যাচবাক্সটি তোমার যন্ত্র। শুধু বাদ্যযন্ত্র দিয়ে যেমন মধুর সুর বের হয় না; শিল্পীকে মধুর করে বাজাতে শিখতে হয়। জাদুর ক্ষেত্রেও তেমনই।২ নম্বর ছবি সাধারণ ফাঁকা বাক্স। একপ্রান্তে কলমের একটা ডট
আমি এখন প্রদর্শন কৌশলটা শিখিয়ে দিচ্ছি। অনুশীলনের মাধ্যমে একে সুন্দরতর করার দায়িত্ব জাদুশিল্পী হিসেবে তোমার। আঠা দিয়ে পিঠে সেঁটে দেওয়া কাঠিসহ ড্রয়ারটা চিত করো। ফাঁকা ড্রয়ারে লুজ করে কিছু স্বাভাবিক কাঠি রাখো। বাক্সের যেদিকে ডট দেওয়া, সেদিকটা ঘুরিয়ে তলের দিকে নাও। এবার ড্রয়ারটা বাক্সের ভেতরে ঢুকিয়ে দাও। তাহলে কী হলো? ড্রয়ারের খোলের মধ্যে লুজ কিছু কাঠি। ম্যাচবাক্সটি পকেট থেকে বের করো। ড্রয়ারের যেদিকে আঠা দিয়ে কাঠি লাগানো নেই, সেদিকে অর্ধেকের সামান্য কম বের করে উপুড় করে ঝাঁকি দিলে লুজ কাঠিগুলো টেবিলে পড়ে যাবে। দর্শকও দেখবেন একটা সাধারণ ম্যাচবাক্স এবং তার ড্রয়ারের উভয় দিক।
৩ নম্বর ছবি ডট দাগ দেওয়া প্রান্তে আঠা দিয়ে লাগানো কাঠির দিকটা দেখে মনে হচ্ছে বাক্সভরা কাঠিএবার বাক্সের বিষয়ে কোনো কথা না বলে ড্রয়ারটা বাক্সের ভেতরে পুরে দিয়েই বাক্সটা সামান্য ওপরে ছুড়ে দুই হাতে ধরে নাও। দর্শকেরা যেন বুঝতে না পারেন তুমি ডট দেওয়া দিকটা ঘুরিয়ে একটু আগের সাধারণ দিকটার দিকে কাঠি লাগানো ট্রের দিকটা নিয়ে এসেছ। এবার একটা তুড়ি দাও। যেন এই মুহূর্তেই তুমি ম্যাজিকটা করে ফেললে। ডটের উল্টো দিক থেকে তর্জনী ঢুকিয়ে এক ঠেলায় মাপা প্রায় অর্ধেকটা ট্রে বের করে ফেলো। বারবার অনুশীলন এ কাজে তোমাকে সাহায্য করবে। ট্রের পিঠে লাগানো কাঠি দেখে দর্শকেরা ভাববেন, এক তুড়িতে ম্যাচবাক্স কাঠিতে ঠেসে ভরে গেছে।
ম্যাজিক শেষ হয়ে যাওয়ার ভঙ্গি করো। তুমি যত বিশ্বাসযোগ্যভাবে ম্যাজিকটি করতে পারবে, দর্শক তত জোরে বাহবা দেবেন। এক চাপে ভরা (?) ম্যাচের ট্রেটি বাক্সের মধ্যে ঢুকিয়ে পকেটে রেখে দাও। ম্যাজিকটি শেষ হয়ে গেল। কিন্তু দর্শকের বিস্ময় আর মুগ্ধতার সুরটি অনেকক্ষণ ধরে মুখে মুখে বাজতে থাকল।
ঘটনার সুত্রপাত ঘটেছে আমার ব্লগ থেকে

আপনার পার্সোনাল ছবি সহ যে কোন ছবি কে পাসওয়ার্ড প্রটেক্টটেড করে ফেলুন মহুর্তের মধ্যে

আমরা আমাদের প্রয়োজনে অনেক ছবি তুলে থাকি অথবা কোন প্রজেক্টের জন্য ‍অনেক গুরুত্বপূর্ণ নকশা তৈরি করি। কিন্তু আমরা আমাদের এই নকশা বা ডিজাইনগুলোকে কতটা নিরাপত্তা দিতে পারি? হ্যাঁ আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যা দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ ছবিকে নিরাপত্তা দিতে পারবেন। LockImage হল এমন একটি সফটওয়্যার যা
আপনার ছবিকে নিরাপত্তা দান করবে। আসুন তাহলে একটু সফটওয়্যারটি সর্ম্পকে জানি।

LockImage সফটওয়্যারটির বৈশিষ্ট্য:

এটি আপনার ছবিটিকে পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করবে।
আর সফটওয়্যারটির সাইজ খুবই অল্প মাত্র 8.63 কেবি।
সফটওয়্যারটি পোর্টেবল বলে ইনস্টলের কোন ঝামেলা নেই। ফলে আপনি আপনার পেন ড্রাইভে করে সফটওয়্যারটি যেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন।

সফটওয়্যারটি যেভাবে ব্যবহার করবেন:

প্রথমে আপনি এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন।
তারপর File> Open এভাবে যান।
আপনি যে ইমেজটি লক করতে চান তা ব্রাউজ করে বের করুন।
এরপর File> Save as যান এবং ইমেজ ফাইলটির একটি নাম দিন।
তারপর Save বাটনে ক্লীক করুন।
তারপর আপনি যেকোন একটি পাসওয়ার্ড বসান।
তারপর ok  তে ক্লীক করুন।
যাক শেষ পর্যন্ত আপনি আপনার ইমেজটিকে একটি পাসওয়ার্ড প্রটেক্টটেড ইমেজ ফাইলে রূপান্তর করতে পেরেছেন।

আপনার যদি ব্লগ অথবা ওয়েব সাইট থাকে তাইলে আপনার জন্যই উক্ত পোষ্ট।ওয়েব সাইট ও পাওয়ার প্রেজেন্ট সহ আরো অনেক কজের জন্য ছবিকে এবং লেখাকে এনিমেশনে রূপান্তর করুন Ulead Gif Animator 5 ফাটাফাটি সফটওয়্যারটির সাহায্যে

আপনার যদি ব্লগ অথবা ওয়েব সাইট থাকে তাইলে আপনার জন্যই উক্ত পোষ্ট।ওয়েব সাইট ও পাওয়ার প্রেজেন্ট সহ আরো অনেক কজের জন্য ছবিকে এবং লেখাকে এনিমেশনে রূপান্তর করুন Ulead Gif Animator 5 ফাটাফাটি সফটওয়্যারটির সাহায্যে

2w5ukol ওয়েব সাইট ও পাওয়ার প্রেজেন্ট সহ আরো অনেক কজের জন্য ছবিকে এনিমেশনে রূপান্তর করুন Ulead Gif Animator 5 সফটওয়্যারটির সাহায্যে । | Techtunesআপনাদের সকলকে আবারো স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। এই সফটওয়্যারটির নাম- Ulead Gif Animator 5। নাম শুনে নিশ্চয়
বুঝতে পারছেন এই সফটওয়্যারটির কাজ কি। এটির সাহায্যে আপনি আপনার ওয়েব সাইট ও পাওয়ার প্রেজেন্ট সহ আরো অনেক কজের জন্য ছবিকে এনিমেশনে রূপান্তর করতে পারবেন। তো ঝটপট ডাউনলোড করে ফেলুন।

এটা দ্বারা তৈরী কৃত কিছু টেক্স এ্যানিমেশন দেখেনিন


Portable Ulead Gif Animator 5. (6.56 MB)

আজীবনের জন্য আপনার কম্পিউটারকে রাখুন অটোরান ভাইরাস মুক্ত! USB Disk Securityv6.2.0.18 full version with serial key



USB Disk Security সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই। কমবেশী সকলেই জানেন এটির সুবিধাগুলো। আমি ৭ বছর যাবত পিসি ব্যবহার করছি। এখন পর্যন্ত আমার এভাস্ট এন্টিভাইরাসের সাথে এটিকে আমি ব্যবহার করে যাচ্ছি। দারুন, অতুলনীয় একটি সফটওয়্যার এটি। সবচেয়ে বড় কথা হলো- যেসব পিসিতে ইন্টারনেট লাইন নাই সেসকল পিসির জন্য USB Disk Security তুলনা শুধুমাত্র USB Disk Security ই। আগে দেখে নিন এটিতে আপনি কি কি
সুবিধা পাবেন-

১। আজীবনের জন্য আপনার পিসিতে অটোরান ভাইরাসের আক্রমন বন্ধ!

২। ফ্রি আপডেট।

৩। অফলাইন কম্পিউটারের জন্য অতুলনীয়।

৪। যেকোন এন্টিভাইরাসের সাথেই ব্যবহার করতে পারবেন।

৫। কম্পিউটারকে সামান্য পরিমাণও স্লো করে না।

৬। সাধারণত উইন্ডোজের সকল প্লাট ফর্মেই চলে।

৭। ব্যবহার বিধি একেবারেই সহজ।

৮। এছাড়াও আরও অনেক ধরনের ভাইরাস থেকে পিসির সুরক্ষা।

যদি ইচ্ছা থাকে তাহলে ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

                                               

ডাউনলোড করে সিরিয়াল দিয়ে রেজি: করে নিন। আর উপভোগ করুন আজীবন।


***আপনা বিচি ও ল্যাপটপ কি কচ্ছপ গতিতে ছুটছে?? তাহলে আপনার জন্যই এই পোষ্ট, আয়াপড়ছে“PC Tools Performance Toolkit”, দ্রুত ডাউনলোড করে নিন $39.99 USD মুল্যেরঅসাধারন এই সফটওয়্যারটি একদম মাগনা***



যদিও পুরাতন তারপরও  আয়াপড়ছে একটি মর্মান্তিক সফটওয়্যার আশা করি সেটি আপনাদের সবারই বেশি কম  কাজে লাগবে।
আমরা আমাদের পিসিতে কাজ করার সময়, বিভিন্য সফটওয়্যার ইন্সটল আনইন্সটলের সময় এবং বিভিন্য কারনে অপ্রয়োজনীয় ফাইল এবং রেজিস্ট্রি জমা হয় এবং নানা রকম ঝামেলা করে। আমাদের পিসিতে অনেক সময় খালি এরর ম্যাসেজ দেখায় যা আমাদের চরম বিরক্তির কারন হয়। এ সবই হয় পিসির রেজিস্ট্রির সমস্যার কারনে। আমরা অনেকেই এইসব রেজিস্ট্রি ক্লিন করার জন্য বিভিন্য সফটওয়্যার ইউজ করি, আমিও করতাম। অনেক আগে থেকেই আমি এটি ইউজ করি। কিছুদিন আগে এটির নতুন এবং আপগ্রেড ভার্সন বের হয়। এটি আপনার পিসির চিপায়, চাপায় অলিতে গলিতে যত সব,যত রকম অপ্রয়োজনীয় রেজিস্ট্রি জমা হয়ে আছে তা খুজে বার করে এবং কপাকপ ক্লিন করে। ফলে সকল এরর সমস্যার সমাধান হয় এবং পিসিও হয়ে উঠে সুপার ফাস্ট। সফটওয়্যারটির নাম


"PC Tools Performance Toolkit"

সফটওয়্যারটির আগের ভার্সন নিয়ে একটি টিউন করেছিলাম, কিছুদিন আগে এটির নতুন ভার্সন এসেছে। এটি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। আগের ভার্সনের তুলনায় এটিতে আর অনেক সুবিধা যুক্ত করা হয়েছে, যা আসলেই অনেক কাজের।


আমরা নিজেদের পিসিকে ফাস্ট রাখতে কত কিছুই না করি! কত কত হেভীওয়েট ইউটিলিটিস সফটওয়্যার ইউজ করি। আর আমরা যে সব বান্দা,যাদের পিসির কনফিগারেশন কম তাদের তো কথাই নেই।


স্লো পিসির কারনে আমাদের কত সমস্যাই না পোহাতে হয়, বার বার হ্যাং করা, কপি পেস্ট হতে দেরি করা, বুটিং টাইম বেশি লাগা ইত্যাদি ইত্যাদি, এটি দিয়ে পিসির চমৎকার টিউন আপ ও করা যায়। চলুন এক নজরে দেখে আসি সফটওয়্যারটির রিভিউ,


১. সফটওয়্যারটির মেইন মেনু এটি। আপনার পিসির হেলথ সহ কিছু ইনফর্মেশন শো করবে, যেমন লাস্ট বুট টাইম, এইচডিডি ইনফর্মেশন ইত্যাদি।



২. জাস্ট "1 click optimization" ক্লিক করুন। অটোমেটিক সব এরর রিমুভ করবে।


৩. এছাড়া ম্যানুয়ালি আপনার রেজিস্ট্রি ক্লিন করতে পারবেন, রেজিস্ট্রি কমপ্যাক্ট করতে পারবেন, ডিস্ক ভালোভাবে ডিফ্র্যাগ করতে পারবেন, আরো পারবেন উইন্ডোজ এর স্টার্ট আপ টাইম কমানো এবং উইন্ডোজ ওপ্টিমাইজ করে এর গতি খানিকটা বৃদ্ধি করতে।


৪. পারবেন বিভিন্য প্রাইভেসি এবং প্রাইভেসি থ্রেট অথবা হার্মফুল ট্রেসিং ক্লিন করতে, এছাড়া এইচডিডি ব্লিচ করা এবং কোন ফাইলকে পারমানেন্ট ভাবে ডিলিট করাও যাবে।


৫. এই টুলের সাহায্যে পারবেন ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনতে, আরো পারবেন ডুপ্লিকেট ফাইল ডিলিট করতে। এছাড়াও ড্রাইভ রিপেয়ার এবং রেজিস্ট্রি ব্যাকআপ এবং তা, পরে রিস্টোর করতেও পারবেন।


৬. সেটিং মেনুর সাহায্যে অ্যাপ্লিকেশান টিকে মনের মত টিউন করে নিন, এতে অটো কেয়ার সুবিধাও আছে।

তো এক নজরে দেখে নিন সফটওয়্যারটির অফিসিয়াল ফিচার...................

PC Tools Performance Toolkit Features:



  • Clean and Compact Registry. Speed up your PC by cleaning and repairing errors.

  • Defragment Disks. Optimize and defrag drives for faster access.

  • Optimize Windows®. Speed up Windows with PC Tools’ preset optimizations.

  • Boost Windows Startup and Shutdown. Speed up your startup and shutdown times.

  • Find Duplicate Files. Remove duplicate files to improve drive performance.

  • Clear Cookies and Browser History. Erases Internet activities from your browsers.

  • Clear Browser Passwords and Form Data. Erases saved passwords and form information.

  • Clear Temporary and Deleted Files. Free up hard drive space by clearing unused files.

  • Clear Recent File History. Erases your recently opened files lists.

  • Shred Files. Permanently shreds files and folders from your computer.

  • Bleach Disks. Permanently wipes your deleted files, making them unrecoverable.

  • Recover Lost Files. Find and recover music, photos and documents.

  • Repair Drives. Analyze and repair your drives.

এই হল সফটওয়্যারটির মোটামুটি রিভিউ...........................................

তো আর দেরি কেন??? এক্ষুনি ডাউনলোড করে ফেলুন $39.99 USD মুল্যের অসাধারন এই সফটওয়্যারটি, একদম বিনা মুল্যে.......

তাই দেরি না করে এখনি ডাউনলোড বাটন এ ক্লিক করুন

                                                                         

                                                                          

                                                                                        

*** crack করা এবং সিরিয়াল দেওয়ার সময় অবশ্যই এন্টিভাইরাস ডিজেবল এবং নেট কানেকশন অফ করে নিবেন................


(11) অচেনা অতিথি