যেমন ধরুন,
আপনি বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিচলে রাস্তায় পড়ে গেলেন। পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে উপ্ররের টিকিট ধরিয়ে দিয়ে গেল। আপনি উপ্রে চলে
গেলেন। আপনি উপ্রে যাওয়ায় আপনার বন্ধুরা মিলে সেই বাস কোম্পানির বাসগুলো ভাংচুর শুরুআপনি বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পা পিচলে রাস্তায় পড়ে গেলেন। পিছন থেকে আরেকটা বাস এসে আপনাকে উপ্ররের টিকিট ধরিয়ে দিয়ে গেল। আপনি উপ্রে চলে
করলো। আগুন ধরালো। এর ফলে বাসের
পেট্রোলের টাংকিতে আগুন ধরে প্রচন্ড
বিস্ফোরন ঘটলো।
এদিকে দেখা গেলো যে
এই বিস্ফোরনের দায় আইএস স্বীকার করে
নিয়েছে। ফলে সারা বিশ্বে খবরটা ছড়িয়ে
পড়লো। ধারনা করা হলো যে বাংলাদেশে আইএস জঙ্গি আছে। আমেরিকা এ নিয়ে উদ্ধেগ প্রকাশ করলো। রাশিয়া আইএস দমন করার জন্য ইচ্ছা পোষন করলো। রাশিয়া ইচ্ছা পোষন করায় আমেরিকা দেরি না করে সোজা বিনা নোটিশে বোমারু বিমান বাংলাদেশের আকাশে পাঠিয়ে দিলো আইএস দমন করার উদ্দেশ্যে। বিমান থেকে টপাটপ বোমা পড়তে থাকলো এবং ঢাকা শহর তুলাধুনা হয়ে গেল।এদিকে রাশিয়াও বসে নেই। তারাও বোমারু
বিমান পাঠিয়ে দিলো শক্তি প্রদর্শনের জন্য।
একদিন দেখা গেলো, আমেরিকার বিমান ও রাশিয়ার বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুটো বিমানই ধ্বংস হয়ে গেছে। এই খবর হলুদ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়লো পৃথিবির আনাচে কানাচে। আমেরিকা দাবি করলো, রাশিয়া
তাদের উপর হামলা চালিয়েছে আর রাশিয়া দাবি করলো, এই সব আমেরিকার দোষ। বেজে উঠলো যুদ্ধের দামামা। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্ব যুদ্ধ। আমেরিকা রাশিয়াকে পারমানবিক বোমা মারলো, রাশিয়া মারলো আমেরিকাকে। সুযোগ
বুঝে ঝোপের উপর কোপ মারলো ইন্ডিয়া-পাকিস্থান ,এবং ইরান-ইজরাইল ইত্যাদি দেশ গুলোর মধ্যেও পারমানবিক বোমা অাদান প্রদান হল। এক বছরের মধ্যে দেখা গেলো, পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে চিরোতরে। সুধুমাত্র আপনার অসতর্কতার কারণে
সুতরাং, বাস থেকে ধীরে সুস্থে নামুন এবং
পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।
পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।