**************************************************************************************************************************************************** ****************************************************************************************************************************************************

সুধু চাইনা গো তা দেখলেই হবে এবার ১৫টি জাপানীজ দের পণ্য ও দেখুন, যা বাবার জন্মে এই প্রথম দেখতে যাচ্ছেন

আমরা জাপানী সনি, প্যানাসনিক, কেসিও, তোশিবা, নাইকনসহ বড় বড় ব্যান্ডের পণ্যের নামের সাথে পরিচিত। তাদের পণ্যের জুরি মেলা ভাড়। পণ্যের মানের দিক থেকে এখনো সারা পৃথিবীতে অনন্য। তারপরও জাপানী এমন কিছু অদ্ভুত এবং মজাদার পণ্য রয়েছে, যেগুলো দেখে যে কেউ আৎকে উঠবে, বিরক্ত হবে আবার কেউ কেউ অনেক মজাও পাবে। তো আমরা দেখে নেই সেই ঐতিহাসিক জাপানীজ প্রডাক্টগুলোঃ


জাপানীজ পায়ের নখ কাটার মেশিন (এত বুদ্ধি নিয়া ঘুমায় ক্যামনে??)


ঘুমের ষ্ট্যান্ড (বুদ্ধি কম হোক বা বেশী হোক ঘুমানো সবার জন্য অবশ্য কর্তব্য)
  
ভার বহন মেশিন


বধির (কানা)-দের শ্রবন যন্ত্র


অলস বাচ্চাদের ফ্লোর ম্যাট


মেয়েদের অন্তর্বাস (এরকম প্যাকেট আর সাজানো থাকে)
পাঞ্চিং সুয়েটার (লাগতে আসবেন? একদম ঘুষি মেরে দিবে)


জিন্সের আন্ডারওয়্যার (জাইঙ্গা)


বকবক বন্ধনী (শুধুমাত্র মহিলাদের জন্য)


সাইড ভিউ স্টপার (যাতে বামে বা ডানে তাকানো না যায়)


আই স্টিকার (অফিস ফাঁকি দেয়ার জন্য ঘুমানো অবস্থায় চোখের উপর লাগানোর জন্য)



রান বালিশ (শুধুমাত্র পুরুষদের জন্য)


টিস্যু হোল্ডার (ঠান্ডা/সর্দির রোগীদের জন্য)


জেন্টস পিলো (শুধুমাত্র মহিলাদের জন্য)

No comments:

Post a Comment