আযনের সময় কেন কুকুর ডাকে এর কোনো নির্দিষ্ট কারন নেই, তবে কুকুর কেন ডাকে তা নিম্মে দেওয়া হলোঃ
কুকুরের ডাকের কিছু কারন হল-
• অন্য কুকুর অথবা প্রানিকে
সতর্ক করা – স্বাভাবিকভাবেই
একটি কুকুর চায় তার এলাকায়
যাতে অন্য কোনও প্রাণী না
চলে আসে। তাই ডাকের মাধ্যমে
সে আগেই তার উপস্থিতি
বুঝিয়ে দেয়।
• উত্তেজনার কোনও মুহূর্তে
অংশগ্রহণ করতে চাওয়া – মানুষ
জোরে জোরে কথা বললে অথবা
কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে
পারে। তখন কুকুরও চায় অংশগ্রহন করতে এবং জোরে জোরে ডাকতে থাকে।
• অপরিচিত মানুষ দেখে –
মালিক এবং পরিচিত মানুষ
ছাড়া অন্য কারো উপস্থিতিতে
কুকুর ডাকতে থাকে। এর ফলে
চোর ডাকাত বাড়িতে ঢুকতে
পারে না।
• কাউকে ভয় দেখানোর জন্য ও
দূরে রাখার জন্য – কুকুর যাকে
পছন্দ করে না তাকে দেখলেই ভয়
দেখাতে চায় এবং দূরে রাখার
জন্য ডাকতে থাকে।
• অপরিচিত কোনও শব্দ শুনলে বা অস্বাভাবিক কিছু দেখলে –
কুকুরের শ্রবণশক্তি খুবই ভালো।
তাই মৃদু আওয়াজ হলেও কুকুর
শুনতে পায়। অপরিচিত আওয়াজ
কানে গেলেই তারা ডাকতে
থাকে।
• মালিকের মনোযোগ আকর্ষণ
করার জন্য- মালিককে এরা বন্ধু
ভাবে এবং সব সময় তার দৃষ্টি
আকর্ষণ করতে ভালবাসে। তাই
মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণের
উদ্দেশে এরা ডাকে।
• মালিকের সাথে খেলতে আগ্রহ
প্রকাশ করা – কুকুর খেলতে খুব
ভালবাসে। ডাকের মাধ্যমে
খেলার আগ্রহ প্রকাশ করে।
• খুশি হলে অথবা কোনও সমস্যায় পড়লে – ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখ
প্রকাশ করতে চায়। কোনো
অসুবিধায় পড়লেও জোরে জোরে
এরা ডাকতে থাকে।
কুকুরের ডাকের কিছু কারন হল-
• অন্য কুকুর অথবা প্রানিকে
সতর্ক করা – স্বাভাবিকভাবেই
একটি কুকুর চায় তার এলাকায়
যাতে অন্য কোনও প্রাণী না
চলে আসে। তাই ডাকের মাধ্যমে
সে আগেই তার উপস্থিতি
বুঝিয়ে দেয়।
• উত্তেজনার কোনও মুহূর্তে
অংশগ্রহণ করতে চাওয়া – মানুষ
জোরে জোরে কথা বললে অথবা
কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে
পারে। তখন কুকুরও চায় অংশগ্রহন করতে এবং জোরে জোরে ডাকতে থাকে।
• অপরিচিত মানুষ দেখে –
মালিক এবং পরিচিত মানুষ
ছাড়া অন্য কারো উপস্থিতিতে
কুকুর ডাকতে থাকে। এর ফলে
চোর ডাকাত বাড়িতে ঢুকতে
পারে না।
• কাউকে ভয় দেখানোর জন্য ও
দূরে রাখার জন্য – কুকুর যাকে
পছন্দ করে না তাকে দেখলেই ভয়
দেখাতে চায় এবং দূরে রাখার
জন্য ডাকতে থাকে।
• অপরিচিত কোনও শব্দ শুনলে বা অস্বাভাবিক কিছু দেখলে –
কুকুরের শ্রবণশক্তি খুবই ভালো।
তাই মৃদু আওয়াজ হলেও কুকুর
শুনতে পায়। অপরিচিত আওয়াজ
কানে গেলেই তারা ডাকতে
থাকে।
• মালিকের মনোযোগ আকর্ষণ
করার জন্য- মালিককে এরা বন্ধু
ভাবে এবং সব সময় তার দৃষ্টি
আকর্ষণ করতে ভালবাসে। তাই
মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণের
উদ্দেশে এরা ডাকে।
• মালিকের সাথে খেলতে আগ্রহ
প্রকাশ করা – কুকুর খেলতে খুব
ভালবাসে। ডাকের মাধ্যমে
খেলার আগ্রহ প্রকাশ করে।
• খুশি হলে অথবা কোনও সমস্যায় পড়লে – ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখ
প্রকাশ করতে চায়। কোনো
অসুবিধায় পড়লেও জোরে জোরে
এরা ডাকতে থাকে।
No comments:
Post a Comment