**************************************************************************************************************************************************** ****************************************************************************************************************************************************

পিসি অথবা ল্যাপটপে বসে প্লে স্টোরথেকে পছন্দমত অ্যাপ ডাউনলোড করতে থাকুন অতি সহজে

মোবাইল দুনিয়ায় এন্ড্রয়েড এক বিপ্লবী নাম। এন্ড্রয়েড কারনেই আজ স্মার্টফোন এতো জনপ্রিয়। এন্ড্রয়েড না আবির্ভাব হলে বাংলাদেশেও স্মার্টফোন এমন জনপ্রিয়তা পেত না। বাংলাদেশের মত দেশে উচ্চমূলের উইন্ডোজ ফোন ব্যাবহার করার মত তেমন গ্রাহক নেই। যা আছে তা সবই হাতে গোনা। অফ টপিক বাদ দেওয়া যাক, এবার আসি কাজের কথায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসিতেই প্লে স্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন। আপনারা নিশ্চয় জানেন পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ গুলো ডাউনলোড করা যায় না। এসব অ্যাপ গুলো ডাউনলোড করতে হলে এন্ড্রয়েড দ্বারা তৈরিকৃত ডিভাইস দরকার।


যেভাবে পিসি থেকে প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করবেন


প্রথমেই যেই এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করতে চান তাAর প্লে স্টোর ঠিকানায় যান।





  • তারপর অ্যাপটির আইডি লিঙ্ক (লাল মার্ক করা অংশ) কপি করে নিন।





  • এবার evozi.com এ প্রবেশ করে আপনার অ্যাপটির আইডি পেস্ট করে জেনেরেট ডাউনলোড লিঙ্ক বাটনে ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন, ডাউনলোড লিঙ্ক তৈরি হতে ২/৩ মিনিট সময় লাগতে পারে।





  • ডাউনলোড লিঙ্ক তৈরি হয়ে গেলে সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে।

No comments:

Post a Comment