সনির ফ্ল্যাগশিপ এক্সপেরিয়া জেড সিরিজের মুকুট হয়ে আসছে জেড৫ প্রিমিয়াম। আশা করা হচ্ছে, এ বছরের নভেম্বরেই স্মার্টফোনটি বাজারে আসবে। এর স্পেসিফিকেশন দেখে ইতিমধ্যে দারুণ আলোড়িত ভক্তরা।
এক্সপেরিয়া জেড৫ প্রিমিয়ামে আছে ৫.৫ ইঞ্চির এলসিডি আইপিএস ডিসপ্লে। রেজুলেশন ২১৬০x৩৮৪০ পিক্সেল। এর পিক্সেল ডেনসিটি দেখার মতো, ৮০৬ পিপিআই। একে নিরাপত্তা দেবে স্ক্র্যাচপ্রুফ গ্লাস। এর দেহ অলিওফোবিক কোটিংয়ে মোড়া থাকবে।
কোয়ালকম এমএসএম৮৯৯৪ স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর থাকছে। অভ্যন্তরীন মেমোরি ৩২ এবং র্যাম থাকছে ৩ জিবি। মাইক্রোএসডি কার্ডস্লটের মাধ্যমে ২০০ জিবি পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে।
পেছনের ক্যামেরাটি হবে ২৩ মেগাপিক্সেল, যাতে থাকছে লেড ফ্ল্যাশ। এ ক্যামেরার মাধ্যমে প্যানারোমা ২১৬০@৩০এফপিএস এইচডিআর ভিডিও করা যাবে। সামনের ক্যামেরাটি ৫.১ মেগাপিক্সেল। এর দ্বারাও ১০৮০পি ভিডিও করা সম্ভব।
নন-রিমোভাল লি-আয়ন ব্যাটারিটি দারুণ শক্তিশালী, ৩৪৩০ এমএএইচ। এর দাম সময়মতো প্রকাশ করা হবে বলে জানায় সনি।
ফ্ল্যাগশিপ ফোনটির স্পেসিফিকেশন দেখে রীতিমতো মুগ্ধ বিশেষজ্ঞরা। এটা বাজারে আসলেই বাকিটুকু বোঝা যাবে বলে জানিয়েছেন তারা। সূত্র : ইন্টারনেট, জিএসএম এরিনা
No comments:
Post a Comment